Abdul Latif: আসানসোল আদালতেও আগাম জামিন আব্দুল লতিফের
সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর, আসানসোল আদালতেও আগাম জামিন আব্দুল লতিফের (Abdul Latif)
৬ মে পর্যন্ত গরুপাচারে অভিযুক্ত অনুব্রত-ঘনিষ্ঠ লতিফকে আগাম জামিন দিল আদালত
'তদন্তে সহযোগিতা করতে হবে লতিফকে, জমা রাখতে হবে পাসপোর্ট'
নির্দেশ আসানসোলে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের
--
আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা আব্দুল লতিফের
'সিবিআইকে তদন্তে সহযোগিতা করা হয়েছে'
'সুপ্রিম কোর্টের নির্দেশ, কোনও কঠিন পদক্ষেপ করা যাবে না'
আদালতে বললেন লতিফের আইনজীবীর
'কঠিন পদক্ষেপ আর সহজ পদক্ষেপের পার্থক্য কী?'
'আদালতে যখন আসে কোর্টের হেফাজতেই থাকে'
'সিবিআইয়ের কত সহযোগিতা প্রয়োজন, সেটাও শুনতে হবে'
পাল্টা মন্তব্য সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের
'আমাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, সহযোগিতাও প্রয়োজন'
সুপ্রিম কোর্টের আদেশের পর আপাতত এটাই চাইছি, মন্তব্য সিবিআইয়ের
গরুপাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের নাম ছিল সিবিআইয়ের চার্জশিটে
তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়
কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের সময় আব্দুল লতিফকে ঘটনাস্থলে দেখা গেলেও তারপরই তিনি উধাও
হয়ে যান
এর মধ্যেই গ্রেফতারি-পরোয়ানা খারিজের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পান গরুপাচারকাণ্ডে অভিযুক্ত লতিফ