Adhar Card News: বেশি টাকা নিচ্ছে আধার কার্ড আপডেট করতে ? সরকারি খরচ কত ? কোথায় জানাবেন অভিযোগ
ABP Ananda Live: নিত্যপ্রয়োজনীয় নানা দরকারে, সরকারি পরিষেবায় আধার কার্ডের নম্বর দেওয়া প্রায় বাধ্যতামূলক। আর সেই আধার কার্ডে ঠিকানার বদল থেকে মোবাইল নম্বর পরিবর্তন, ফটো থেকে অন্যান্য নানা আপডেট, টুকিটাকি পরিবর্তন প্রায়শই করে নিতে হয় আমাদের। সরকারি বা বেসরকারি, নানা জায়গা থেকে আপডেট করে নেওয়া যায় আধার কার্ডের তথ্য। অনেক সময় অভিযোগ ওঠে, আধার কার্ডের তথ্য, মোবাইল নম্বর ইত্যাদি আপডেট করার নামে বেশি টাকা নেওয়া হচ্ছে। কিন্তু, আপনি কি জানেন, আধার কার্ডের তথ্য আপডেট করতে সরকারিভাবে কত টাকা দিতে হয় ? আধারে অন্যান্য নানা পরিষেবার জন্য নির্দিষ্ট খরচ কত ? সরকার নির্দিষ্ট টাকার থেকে বেশি টাকা কেউ নিয়ে থাকলে রয়েছে অভিযোগ জানানোর ব্যবস্থাও। কীভাবে জানাবেন অভিযোগ ? কোথায় ? সব জানতে পারবেন এই ভিডিওটিতে। শেষ পর্যন্ত দেখুন।



















