TMC in Malda: মালদায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ
On the spot: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে (Didir Surakshakavach) গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদা জেলা পরিষদের সভাধিপতি (Malda zila Parishad)। বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের(congress) জনপ্রতিনিধিরাও। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ (Police)। মালদার (Malda) ইংলিশবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের (Gram panchayet)ঘটনা। স্থানীয় তৃণমূল (TMC) প্রধানের স্বামী, উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের।এছাড়া, পশ্চিম মেদিনীপুরের (Medinipur) নারায়ণগড়ে (Narayan) তৃণমূলের বুথ সভাপতিকে গাছে বেঁধে পেটানোর অভিযোগ। বিজেপির (BJP) কর্মীরা চোর চোর বলে চিৎকার করে গাছে বেঁধে মারধর করেছে, অভিযোগ আক্রান্তর। বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্তকে উদ্ধার করেছে। আক্রান্ত তৃণমূল বুথ সভাপতির চোখে ও মুখে আঘাতের চিহ্ন। শাসক নেতা বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বুথ সভাপতির করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৫ বিজেপি কর্মী গ্রেফতার।



















