Khejuri Post Poll Violence: খেজুরিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধর, আজ খেজুরিতে তৃণমূল
ABP Ananda LIVE: খেজুরিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর, তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলনেত্রীর নির্দেশে আগামীকাল খেজুরি যাচ্ছে তৃণমূলের ৪ সদস্য়ের প্রতিনিধি দল।
অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদ করে, SSC-র নিয়োগ দুর্নীতিতে প্রায় ৩৫ জন নতুন এজেন্টের নাম মিলেছে। তাদের মধ্যে ৩-৪ জন প্রভাবশালী। এমনই দাবি CBI সূত্রে। চুনোপুঁটিদের নিয়ে তো অনেক হল। এবার দুর্নীতির মাথাদের সামনে আনুক কেন্দ্রীয় এজেন্সি। প্রতিক্রিয়া বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
রেমালের অভিঘাতে জলমগ্ন হয়েছিল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। কয়েক ঘণ্টার জন্য় বন্ধ ছিল মেট্রো পরিষেবা। এবার মেট্রো স্টেশনে জল ঢোকার কারণ স্পষ্ট করল কলকাতা পুরসভা এবং মেট্রো রেল কর্তৃপক্ষ।
লোকসভা ভোটে ৩ পুরসভায় পিছিয়ে, রোষে বন্ধ উন্নয়ন?
'শহরের মানুষ বেশি চালাক, তাই একটাকাও নয়'
কোচবিহার জয়ের পরেই হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর
কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা-৩ পুরসভাতেই ভোটে এগিয়ে বিজেপি
ভোটের ফল বেরোতেই ৩ পুরসভার বাসিন্দাদের হুঁশিয়ারি উদয়নের
'মাথাভাঙা ১-র জন্য ৪ কোটি, মাথাভাঙা ২ নম্বর ব্লকের জন্য ১০ কোটি'
'ব্লকের জন্য টাকার ব্যবস্থা করে এসেছি, কিন্তু শহরের জন্য নয়'
'শহরের মানুষ গ্রামের চেয়ে বেশি চালাক, ঠিক করতে হবে কী চান'
কিছু পেতে হলে কিছু দিতে হয়: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
উন্নয়ন চান, না ধর্ম চান, ঠিক করতে হবে শহরের মানুষকে: উদয়ন