SSC News: চৌত্রিশ বছর বয়সে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক চাকরিহারা শিক্ষকের
ABP Ananda LIVE: চাকরি ফেরত চেয়ে ২৩ দিন ধরে লাগাতার অবস্থান করে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। আর এরই মধ্যে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক চাকরিহারা শিক্ষকের। চৌত্রিশ বছর বয়সের প্রবীণ কর্মকার অমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠে শিক্ষকতা করতেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হল, গতকাল তীব্র মানসিক টানাপোড়েনে স্ট্রোক হয়ে ওই চাকরিহারা শিক্ষকের মৃত্যু হয়েছে। এরই সঙ্গে চাকরিহারাদের তরফে আরও বলা হল, মুখ্যমন্ত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এই মৃত্যু যন্ত্রণাকে ত্বরান্বিত করেছে।
আরও খবর...
বাংলা আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতেই উপভোক্তাদের টাকা চেয়ে ফোন স্থানীয় তৃণমূল নেতার, বলে অভিযোগ।' ছ' হাজার টাকা দিতে হবে,যা পার্টি ফাণ্ডে জমা হবে' বলে হুমকি। বাড়ি বিক্রি করেও টাকা দিতে হবে। অভিযোগ, উপভোক্তাকে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ! ইতিমধ্যে সেই টাকা চাওয়ার ফোনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ।


















