Bhupatinagar: বোমা তৈরির জন্য চ্যাট, ভয়েস মেসেজে নির্দেশ। মিলেছে আর্থিক লেনদেনের হদিশও, দাবি NIA-র
ABP Ananda LIVE: আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করা হত সভায় যেতে। কখনও আবার পুকুর পাড়ে চলত বোমা পরীক্ষা। NIA-র প্রথম চার্জশিটে এমনই একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। চার্জশিটে দাবি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া এবং তৃণমূল কর্মী নবকুমার পণ্ডা বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ছিলেন। NIA-র প্রথম চার্জশিটে উল্লেখ করা হয়েছে, এভাবেই ভূপতিনগরে এলাকাজুড়ে অভিযুক্ত তৃণমূল নেতারা কার্যত ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে আরও ২ তৃণমূল নেতার নামও উল্লেখ করেছে NIA। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া এবং তৃণমূল কর্মী নবকুমার পণ্ডা। যারা বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে চার্জশিটে। তাঁদের একাধিকবার তলবও করেছে NIA।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
