Anandapur News: আনন্দপুরে রেস্তোরাঁয় দুষ্কৃতী দলের তাণ্ডব এখনও অধরা অভিযুক্তরা। ABP Ananda Live
ABP Ananda Live: আনন্দপুরে বাইপাসের ধারে রেস্তোরাঁয়, দুষ্কৃতী দলের বেনজির তাণ্ডব। একাধিক সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসতেই সামনে এসেছে অ্যাকশনের প্রত্যেক সেকেন্ডের ফুটেজ। এখনও পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতার বুকে দুষ্কৃতী তাণ্ডব! নির্ভয়ে--নির্দ্বিধায়...ভাঙচুর...ফেলে মার...কার প্রশ্রয়ে? কার মদতে? কার ছত্রছায়ায় বেপরোয়া এই কাজ? কলকাতা শহরের বুকে আনন্দপুর থানা এলাকার এই ঘটনা কার্যত বেআব্রু করে দিয়েছে শহরের আইন-শৃঙ্খলা ব্য়বস্থা! প্রথমে রেস্তোরাঁর কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মার! একজন বনাম দশজন! মেপে কাটা লাঠি দিয়ে পরপর মার! এরপর রেস্তোরাঁর বাইরে থাকা গাড়িগুলোর উইন্ডস্ক্রিনে লাঠির বাড়ি। ভেঙে চৌচিড় উইন্ড স্ক্রিন। চালক দেখতে পাচ্ছেন না কিছুই। সেই অবস্থাতেই পার্কিং লট থেকে কোনওক্রমে গাড়ি নিয়ে প্রাণভয়ে পালালেন। এরপর পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অন্য গাড়িগুলিতে ভাঙচুর শুরু। কলকাতা পুলিশের ইস্ট ডিভিশেনর অন্তর্গত আনন্দপুর থানায় রেস্তোরাঁয় তাণ্ডবের এই ভয়ঙ্কর ছবি সিসিটিভি ক্য়ামেরার ধরা পড়েছে! টেগোর পার্ক বাস স্ট্য়ান্ডের খুব কাছে ই এম বাইপাসের ওপরে এই রেস্তোরাঁ।