Anubrata Mondal : কখনও গুড় বাতাসা, কখনও চরাম-চরাম। আবারও রাজ্য় রাজনীতি তোলপাড় কেষ্ট-কথা নিয়ে
ABP Ananda LIVE : কখনও গুড় বাতাসা, কখনও চরাম-চরাম। বারবার রাজ্য় রাজনীতি তোলপাড় হয়েছে বীরভূমের কেষ্ট-কথা নিয়ে। পুলিশকে হুমকি-হুঁশিয়ারি থেকে ভোটের প্রচারে গুড়-বাতাসা, চড়াম-চড়ামের মতো গরমা-গরম বক্তব্য, বারবার বিতর্কে জড়িয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তারপরও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, গরুপাচার মামলায় জেলবন্দি থাকাকালীন তাঁকে বীরের সম্মান দিয়ে ফেরানোর কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী। জেলবন্দি অনুব্রতর পাশে দাঁড়িয়ে তাঁকে 'বীরভূমের বাঘ' আখ্যা দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। ২০২২ সালের ৫ নভেম্বর বীরভূমের রামপুরহাটের মঞ্চ থেকে তিনি বলেন, 'বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারা জীবন পারবে না।'
বোলপুর থানার আইসি-কে কদর্য ভাষায় গালিগালাজ করার ঘটনা সামনে আসার পর তাঁকে গ্রেফতারের দাবি তুলতে শুরু করেছে বিরোধীরা। অধীর চৌধুরী বলছেন, এখনই ঘাড় ধরে থানায় ভরে দেওয়া উচিৎ। পুলিশমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব চেয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি তুলে সুকান্ত মজুমদারের মন্তব্য, পুলিশের ডিজি তার নিজের অধস্তন অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলেখেলা হচ্ছে সেটা বসে বসে দেখছেন। যদিও তৃণমূল বলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এরইমধ্যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটি জামিন অযোগ্য-সহ মোট চারটি ধারায় মামলা করেছে পুলিশ। শনিবার তাঁকে বোলপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামান্য কমানো হয়েছে তার নিরাপত্তা।


















