Anubrata Mondal: তৃণমূলের শহিদ দিবস নিয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে চলেছেন অনুব্রত মণ্ডল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকির ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেয়নি তৃণমূল। ২১ এ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে এবার সেই অনুব্রত মণ্ডলই এলেন কলকাতায়। আজ তৃণমূলের শহিদ দিবস নিয়ে প্রস্তুতি বৈঠক ডেকেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে সমস্ত জেলার সভাপতিদের ডাকা হয়েছে। বীরভূমের সাংগঠনিক দায়িত্ব কোর কমিটির হাতে। সেই কারণেই কোর কমিটির সদস্য হিসেবে বৈঠকে যোগ দিতে চলেছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত, কাজল শেখ ছাড়া কোর কমিটির যোগ দেবেন বাকি সদস্যরাও। বৈঠকে যোগ দেওয়ার আগে নৈহাটিতে বড়মার মন্দিরেও পুজোও দেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
আরও খবর...
২ দিনে পড়ল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন। যোগ্যদের সার্টিফায়েড তালিকা, OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে এখনও অনড় তাঁরা। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে সল্টলেক সেন্ট্রাল পার্কে বৃহস্পতিবার রাত ১টা থেকে আমরণ অনশন শুরু। এই অনশন শুরু করেছেন ১০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। সেন্ট্রাল পার্কে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ধর্নাও চলছে।
২০০টি ফাইটার জেট নিয়ে ইরানের উপর হামলা চালাল ইজরায়েল । ইজরায়েলের হামলায় ইরানের মোট ১০৪ জনের মৃত্যু, আহত ৩৭৬ জনপাল্টা ড্রোন হামলা ইরানের, তেল আভিভে পরপর বিস্ফোরণ । ইজরায়েলের উপর ১৫০ ড্রোন হামলা ইরানের । ইরানের হামলায় ইজরায়েলের ২ বাসিন্দার মৃত্যু, আহতের সংখ্যা ৮৩ । ইজরায়েল-ইরান সংঘর্ষে চাপ বাড়ছে নয়াদিল্লির উপর । পহেলগাঁওয়ের পর আগাগোড়া ভারতের পাশে ছিল ইজরায়েল । অন্যদিকে ভারতের তেলের চাহিদার বড় অংশ মেটায় ইরান । ২ দেশের সংঘর্ষের ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম ।

















