By Election 2024: বিধানসভার উপ নির্বাচনে রায়গঞ্জে TMC-র প্রার্থী হলেন কৃষ্ণ কল্যাণী।ABP Ananda Live
ABP Ananda Live: ৪ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল (TMC)। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে প্রার্থী মুকুটমণি অধিকারী। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। বাগদায় ঠাকুরনগরের মতুয়াবাড়িই ভরসা তৃণমূল কংগ্রেসের। বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাবালা-কন্যা মধুপর্ণা ঠাকুর। যদিও লোকসভা নির্বাচনে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী, মুকুটমণিতেই ভরসা শাসকের। ১০ জুলাই এই ৪ কেন্দ্রে হবে উপ নির্বাচন।
উল্লেখ্য়, লোকসভা নির্বাচনের ( Loksabha Elecion ) পর আবারও ভোটের দামামা। বিধানসভার উপ নির্বাচনে ( West Bengal Election Bypoll 2024 ) ৪ কেন্দ্রেরই প্রার্থী ঘোষণা করল তৃণমূল। তবে এবার বাগদার প্রার্থী নির্বাচনে বড় চমক দিল তৃণমূল। একাবারে আনকোরা মুখে ভরসা রাখল ঘাসফুল শিবির। প্রার্থী করা হল মধুপর্ণা ঠাকুরকে। এই মধুপর্ণা হলেন মমতাবালা ঠকুরের মেয়ে। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার তিনি সংবাদে এসেছেন। ফের একবার মতুয়া ভোটে ভর করে বাগদায় তরী পার করতে চাইছে তৃণমূল। তাই তৃণমূলের বাজি এবার সেই ঠাকুরনগরের মতুয়াবাড়ির সদস্যই। শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন তিনি।