Bangla Bandh: আজকের বনধে গ্রেফতারির সংখ্যা নিয়ে কী বলল পুলিশ ?
ABP Ananda Live: আজকের বনধে কিছু লোক গ্রেফতার হয়েছে। মোট গ্রেফতার হয়েছে ৭৬ জন। তারমধ্যে ৬৪ জন পুরুষ এবং ১২ জন মহিলা আজকে গ্রেফতার হয়েছে। কোথাও বেশি গণ্ডগোল হয়নি। যেখানে খুচরো গণ্ডগোল হয়েছে সেখানে পুলিশ গিয়ে সমস্যার সমাধান করেছে। কালকের নবান্ন অভিযানে কিছু ফুটেজ আমাদের কাছে রয়েছে। আমরা খতিয়ে দেখছি , দেখার পর ব্যবস্থা নেব।, মন্তব্য পুলিশের ।
আরও খবর, 'এই আন্দোলন ছাত্রসমাজের তরফ থেকে ডাকা হয়েছে। কিন্তু প্রত্যেক বাড়ি থেকে একজন করে যাওয়া উচিত। আমার পরিবারে আমার মেয়ে, দিদি, বোন আছে। আমার এটাই চিন্তা ওঁদের সুরক্ষা দেওয়া। সমাজ যদি ঠিক থাকে, সুরক্ষিত থাকে তাহলে নারীর সম্মান হবে। যেখানে নারীদের সম্মান নেই, সেই জায়গায় কোনও দেবীও অবস্থান করে না। এই সমাজ সঠিকভাবে চলুক, নারীদের সম্মান দেওয়া হোক। ওঁদের ঠিকভাবে পড়াশোনা হোক, সবাই একসঙ্গে কাজ করুক। এই কারণেই আমরা মনে হয়েছে এই আন্দোলনে আমায় যেতে হবে। রাজনীতি তো সব জায়গায় হয়। ঘরে, বাইরে, পাড়ার গলিতেও রাজনীতি হয়। এমনকী খেলাতেও রাজনীতি হয়। আমরা চাই না এরকম রাজনীতি হোক। আমি হাত জোর করে আমি অনুরোধ করছি বসে কথা বলে মীমাংসা করুন। নাহলে জনগণ আবার বেরোবে। আমি সনাতনী, শিবভক্ত । যদি সনাতন হওয়া দোষের তাহলে আমি দোষী। আমি কখনই চাই না এই আন্দোলনকে কোনও রাজনৈতিক দল নেতৃত্ব দিক বা প্রভাবিত করুক। আমাদের বিচার চাই, আর কিছু চাই না। আমি চাই শুধু মহিলাদের সম্মানের জন্য সমস্ত লোক এক হয়ে যাক', বললেন বলরাম বসু।