Malda News: BSF-এর নজরদারিতে ভারত-বাংলাদেশের খোলা সীমান্তে শুরু হল কাঁটাতারের বেড়া লাগানোর কাজ
ABP Ananda Live: BSF-BGB সংঘাতের পর আজ থমথমে মালদার বৈষ্ণবনগরের। শুকদেবপুর গ্রাম। BSF-এর নজরদারিতে ভারত-বাংলাদেশের খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ চলছে। সীমান্তের এ পারে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকা। ও পারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা। প্রায় এক কিলোমিটার অসুরক্ষিত সীমান্তে গতকাল BSF-কে কাঁটাতার দিতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ, BGB. সীমান্তের দু’পারে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শেষপর্যন্ত চাপের মুখে পিছু হঠতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বৈষ্ণবনগরের সুখদেবপুরে ফের কাঁটাতার লাগানোর কাজ শুরু করে বর্ডার রোড অর্গানাইজেশন। স্থানীয় বাসিন্দারা BSF-কে সহযোগিতা করছেন।
বাংলাদেশি পাচারকারীদের হামলার মুখে BSF !
বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনে-দুপুরে হামলার মুখে BSF। মঙ্গলবার ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে, সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ তাদের ধাওয়া করে। তখন তাদের ওপর চড়াও হয়। বিএসএফের ওপর হামলা চালায়, তাদের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরও বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পাচারকারীদের কাউকে আর ধরা যায়নি।
ঘটনাটি ঘটে ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েতের অন্তর্গত সীমান্ত এলাকায়। দুইজন বিএসএফ জওয়ান টহলদারি অবস্থায় ছিলেন। এবং সেই সময় বাংলাদেশের পাচারকারীরা,ওপার বাংলার দিকে যাচ্ছিল। এবং সেই সময় তাঁদেরকে আটক করার চেষ্টা করে বিএসএফ জওয়ানরা। এবং তাঁরা উল্টো চ্যালেঞ্জ জানায় বিএসএফ জওয়ানদের। এবং সীমান্তের কাঁটাতার টপকে বাংলাদেশের দিকে যেতে শুরু করে। এবং তাঁদেরকে ধাওয়া করা শুরু করে বিএসএফ এর দুই জওয়ান।