Bangladesh News: বাণিজ্যে কড়াকড়ির প্রত্যাঘাত, পাকিস্তানকে নাস্তানাবুদ করে এবার নজরে বাংলাদেশ
ABP Ananda live: ভারতীয় পণ্যে বাংলাদেশের কড়াকড়ির পাল্টা প্রত্যঘাত। বাংলাদেশকে জব্দ করতে এবার বাণিজ্য-আক্রমণ ভারত। তুলো সুতো থেকে প্লাস্টিক-পিভিসিজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা । রেডিমেড পোশাক থেকে ফল, প্রক্রিয়াজাত খাদ্য, নরম পানীয় নিষেধাজ্ঞা।
বীরভূমে TMC-র কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রতকে ফোন মমতার ! 'দল বিরোধী মন্তব্যে কঠোর ব্যবস্থা..'!a
অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই প্রথম বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। শীর্ষ নের্তৃত্বের নির্দেশে সম্প্রতি জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। হাত ছেড়ে গিয়েছে রাশ। নির্দেশ আসে, ভবিষ্যতে কোনও কর্মসূচির প্রয়োজন হলে, তা ডাকবেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সেই মত গতকাল আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকেন। মূলত এর আগে বৈঠকের আহ্বায়ক ছিলেন জেলা রাজনীতিতে অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তবে পরিস্থিতি বদলেছে। একদিনে নয়। একটু একটু করেই একুশের পর থেকে নানা ইস্যুতে জানান দিয়েছে।

















