Bankura News: দিল্লি পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম! কীভাবে? ABP Ananda Live
ABP Ananda Live: বাংলার আমে মালদা (Malda)-মুর্শিদাবাদের (Murshidabad) একচেটিয়া মৌরসিপাট্টা এখন আর নেই। অনেকদিন আগেই সেই জায়গায় ভাগ বসিয়েছে বাঁকুড়া। কিন্তু এবার বাদ সেধেছে আবহাওয়া। তীব্র গরমে বাঁকুড়ায় এবার আম উৎপাদনে ঘাটতি দেখা গিয়েছে। ফলে এবার জেলা থেকে আম বাইরে যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। যদিও সেই সমস্যা আর নেই, জেলা উদ্যান পালন দফতরের হাত ধরে দিল্লি পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম।
গত এক দশকেরও বেশি সময় ধরে এ রাজ্যের আম মানচিত্রে পরিচিত নাম বাঁকুড়া (Bankura)। বাঁকুড়ার লাল মাটিতে উৎপাদিত আম্রপালি (Mango Farming) ও মল্লিকার স্বাদে-গন্ধে মজেছেন বাংলার মানুষ। সেই স্বাদে মজেছেন দেশের অন্য রাজ্যের বাসিন্দারাও, দাবি চাষিদের। মধ্য প্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশেও বাঁকুড়ার আম গিয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। গত কয়েকবছর ধরে দিল্লির আমমেলায় মালদা ও মুর্শিদাবাদকে টপকে একের পর এক মেডেল ছিনিয়ে নিয়েছে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা।