Sajal Ghosh : সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটিকে পুলিশের নোটিস | Santosh Mitra Square
ABP Ananda LIVE: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটিকে পুলিশের নোটিস। 'রাস্তায় গেট বসানো থেকে লাইট অ্যান্ড সাউন্ডে নিষেধাজ্ঞা'। একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে পুলিশের চিঠি, দাবি সজলের । পুলিশি হেনস্থার অভিযোগ, ঘট পুজো করার হুঁশিয়ারি উদ্যোক্তাদের । এবার থিম 'অপারেশন সিঁদুর' বলেই এত রাগ: সজল ঘোষ । রাজনৈতিক কারণেই প্রতিহিংসার অভিযোগ পুজো উদ্যোক্তাদের।
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু, রাতের অন্ধকারেই প্রশান্ত মহাসাগরে অবতরণ, চোখ ভিজল মায়ের
ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla)


















