Behala News: বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকি, মুখ্যমন্ত্রীকে চিঠি ডায়সেস অফ ক্যালকাটার
ABP Ananda LIVE: এবার কি চার্চের জমিতেও 'নজর' তৃণমূলের? বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকির অভিযোগ। অভিযোগ ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লের দলবলের বিরুদ্ধে। একাধিক অভিযোগ জানিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ডায়সেস অফ ক্যালকাটা।
আরও খবর...
শুক্রবার আকাশ কালো করে নামল বৃষ্টি। তুমুল বৃষ্টিতে ঘুম ভাঙল শহরের। জেলায় জেলায় বৃষ্টি শুরু। আজই উল্লেখযোগ্যভাবে গঙ্গার জলস্তর বেড়ে যায় অনেকটা । শুক্রবার ভোর ৫ টা ৫ নাগাদ গঙ্গার জলস্তর হয় ৪ .৭৮ মিটার। এর জন্য গঙ্গার ধারের লকগেটগুলি ভোর ৩ টে থেকে সকাল ৭ টা পর্যন্ত বন্ধ ছিল।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার তে বটেই, শনিবার অবধি এমনই আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।