Bharat Bandh:ধর্মঘট সফল করতে পথে নামে CPM-কংগ্রেস, আর পুলিশের সঙ্গে তাদের আটকাতে চূড়ান্ত তৎপর TMC-ও
ABP Ananda Live: এরাজ্য়ে দুর্নীতি থেকে খুনোখুনির ঘটনায়, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে সেটিংয়ের অভিযোগ উঠেছে বারবার। এবার ধর্মঘটেও উঠে এল সেই অভিযোগ! বুধবারের ধর্মঘট ছিল কেন্দ্রের মোদি সরকারের নীতির বিরুদ্ধে। এই ধর্মঘট সফল করতে পথে নামে সিপিএম-কংগ্রেস। আর পুলিশের সঙ্গে তাদের আটকাতে চূড়ান্ত তৎপরতা দেখা গেল তৃণমূলের মধ্য়ে। আর এই ছবি সামনে রেখেই ফের সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে সিপিএম এবং কংগ্রেস। তাদের সরাসরি প্রশ্ন, বিজেপি সরকারের বিরুদ্ধে ডাকা ধর্মঘট আটকাতে তৃণমূল এভাবে ঝাঁপাচ্ছে কেন? তৃণমূল এবং বিজেপি দুই দলই অবশ্য় সেটিংয়ের অভিযো অস্বীকার করেছে।
'গরম দেখাচ্ছ ?' বলেই ধর্মঘটি সিপিএম নেতাকে সপাটে চড় পুলিশ আধিকারিকের !
ধর্মঘট রুখতে কোথাও তৎপর পুলিশ, কোথাও আবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। ধর্মঘটিদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তুললেন পুলিশ কর্মীরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে, ধর্মঘটি সিপিএম নেতাকে চড় কষালেন থানার IC। অন্য়দিকে, ধর্মঘট সমর্থকদের চড় খেতে হল পুলিশকেও। কলেজ স্ট্রিটে, প্রিজন ভ্য়ানে তোলার সময়, জোড়াসাঁকো থানার OC-কে চড় মারেন SFI নেত্রী । মোদি সরকারের বিভিন্ন শ্রম নীতির বিরুদ্ধে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘট। ধর্মঘটের কড়া বিরোধিতা করে পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন। ধর্মঘটে অংশ নিল না আরএসএস-এর শ্রমিক সংগঠন। আর তৃণমূলের পাশাপাশি ধর্মঘট রুখতে বুধবার সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। যে পুলিশ তৃণমূল দাদাগিরি করলে চুপ করে বসে থাকে বলে অভিযোগ, অনুব্রত মণ্ডল আইসির- মা ও স্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেও, পর্যাপ্ত কড়া ব্য়বস্থা নেয় না বলে অভিযোগ, বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের দিন সেই পুলিশকেই দেখা গেল এই ভূমিকায়।

















