এক্সপ্লোর
Birbhum : ভোটপর্ব মেটার পরও বোমা-বারুদের স্তূপে বীরভূম, তারাপীঠে উদ্ধার বোমা ভর্তি ব্যাগ !
ভোটপর্ব মেটার পরও বোমা-বারুদের স্তূপে বীরভূম। এবার তারাপীঠের পরুন গ্রামে স্কুলের পাশে উদ্ধার বোমা ভর্তি দুটি ব্যাগ।
ঘটনাস্থল ঘিরল পুলিশ, বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। স্কুল চালুর কয়েক ঘণ্টা আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।
আরও দেখুন






















