Birbhum: পঞ্চায়েত ভোটের আগে দলীয় পদ থেকে ইস্তফা বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির | Bangla News
জেলে অনুব্রত, বীরভূম তৃণমূলে ফাটল। পঞ্চায়েত ভোটের আগে ক্ষোভ উগরে দিয়ে দলীয় পদ থেকে ইস্তফা বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির। সোশাল মিডিয়ায় ভাইরাল পদত্যাগী ব্লক সভাপতি বিভাসচন্দ্র অধিকারীর বিতর্কিত মন্তব্য। তৃণমূল নেতার দাবি, গত বিধানসভা ভোটে যাঁরা দলকে লিড দিতে পারেননি, সেই সমস্ত ওয়ার্ড সভাপতি ও অঞ্চল সভাপতিকে তাড়ানো উচিত ছিল। এই প্রসঙ্গে দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল ব্লক সভাপতি। যদিও জেলা নেতৃত্বকে লেখা চিঠিতে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন তৃণমূল নেতা। বিজেপির কটাক্ষ, দুর্নীতি-অস্বস্তি ঢাকতে তৃণমূলে পদত্যাদের হিড়িক। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


















