এক্সপ্লোর
Suvendu On Anubrata : ' আগে যাবে চড়াম চড়াম ঢাকের আওয়াজ দেওয়া, মাননীয় ডাকাতের সর্দার ', শুভেন্দুর হুঙ্কার
অনুব্রত-গড়ে দাঁড়িয়ে বীরভূমের তৃণমূল সভাপতিকেই তীব্র আক্রমণ শাণালেন শুভেন্দু অধিকারী। আর আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একদা অনুব্রত ঘনিষ্ঠ, বীরভূমে তৃণমূলের সহ সভাপতি বিপ্লব ওঝা। দলে গুরুত্ব না পেয়েই দলবদল, দাবি করেছেন তিনি। আজ বিজেপিতে যোগ দিয়েছেন বগটুইকাণ্ডে নিহতের স্বামী ফটিক শেখ। যদিও একে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসকদল।
আরও দেখুন






















