Anubrata Mondal : তৃণমূলের প্রশ্রয়েই কেষ্টর বাড়বাড়ন্ত ? কড়া পদক্ষপ নেবে পুলিশ ? উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE : বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় হুমকি, গালিগালাজ করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা বলছেন, মুখ্য়মন্ত্রীর প্রশ্রয়েই এই বাড়বাড়ন্ত অনুব্রত মণ্ডলের। এর আগেও যখনই বিতর্কের মুখে পড়েছেন বারবার পাশে থেকেছেন তৃণমূল নেত্রী। গরুপাচার মামলায় জেলে থাকাকালীনও তাকে বীরের সম্মান দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ
পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ। প্রধানমন্ত্রীর সফরের ২দিনের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন অমিত শাহ। হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনার কথা। কাল সকাল ১১.১৫: প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর ২.১৫: নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিকেল ৪: স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।

















