Soumitra Khan: 'আমি যেটা ধরি আমি সেটা ছাড়ি না', নেতৃত্বের তলব প্রসঙ্গে মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের | ABP Ananda LIVE
'আলোচনা হবে। আমি যেটা ধরি আমি সেটা ছাড়ি না। যে চেয়ারের সিদ্ধান্ত ভুল হচ্ছে সেটা ধরতে হবে', প্রতিক্রিয়া সৌমিত্র খাঁয়ের। ভরাডুবি নিয়ে বেসুরো, সৌমিত্র খাঁকে নেতৃত্বের তলব। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠনের তলব। রাজ্য নেতৃত্ব নিয়ে বেসুরো সৌমিত্র, কথা বলল নেতৃত্ব। অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের কথা। রাজ্যে সাংগঠনিক দায়িত্ব বাড়ার দাবি বিজেপি সাংসদের।
হেফাজতে থাকা অবস্থায় ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু। বিচারবিভাগীয় বা সিবিআই তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর। ৪ জুন তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর বিজেপি কর্মী সঞ্জয় বেরাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। '১১ জুন কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয় সঞ্জয়কে। এরপর ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়'। পুলিশের অত্যাচারেই মৃত্যু বলে অভিযোগ তুলে পোস্ট শুভেন্দু অধিকারীর।