TMC News: সোনারপুর ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সুমন সাহা পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ, ছবি পোস্ট করে দাবি অর্জুনের
ABP Ananda LIVE: সোনারপুরের তরুণীকে হোটেলে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত সুমন সাহা, পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ। ছবি পোস্ট করে দাবি অর্জুনের। প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল সাংসদ।
'অভিযুক্তের তৃণমূল-যোগ'।
নিয়োগ-বিধির পরে ভাতা-সিদ্ধান্তও চ্যালেঞ্জ, চাকরিহারাদের জন্য কেন ভাতা? হাইকোর্টে ৪টি মামলা
SSC-র নিয়োগ-বিধির পরে শিক্ষাকর্মীদের ভাতা-সিদ্ধান্তও চ্যালেঞ্জ। চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের রাজ্যের আর্থিক সাহায্যের ঘোষণা। 'শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা?' রাজ্য সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৪টি মামলা দায়ের । 'কেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরিপ্রার্থীদের ভাতা নয়?' 'যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাদের কেন বাড়তি সুবিধে?' প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের, ৯ জুন শুনানির সম্ভাবনা। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতার ঘোষণা রাজ্য। শ্রম দফতর থেকে চাকরিহারা গ্রুপ D-কে ২০ হাজার টাকা ভাতার ঘোষণা । গ্রুপ C কর্মীদের ২৫ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর ।

















