BJP Protest: কসবাকাণ্ডের প্রতিবাদে ফের পথে বিজেপি, গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিল
ABP Ananda LIVE: কসবাকাণ্ডের প্রতিবাদে ফের পথে বিজেপি। গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিল। ২ জুলাই কসবা অভিযানের ডাক শুভেন্দুর।
অভিযুক্তকে বিভ্রান্ত করতেই FIR- এ নামের বদলে অক্ষর ! বিজেপির অভিযোগে কী বলছে পুলিশ ?
কসবার ল'কলেজের ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। আর সেখানে অভিযুক্তদের নামের জায়গায় অক্ষর লেখা হয়েছে। এই নিয়ে শাসকদল এবং পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দল। 'এটা কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে কলকাতা পুলিশ ও তৃণমূলের যৌথ ষড়যন্ত্র?' কসবাকাণ্ডে FIR-এ অভিযুক্তদের নামের অক্ষর আক্রমণ বিজেপির। FIR-এ মনোজিৎ মিশ্রর নাম বোঝাতে ব্যবহার হয়েছে 'J', জেব খানের নাম বোঝাতে ব্যবহার হয়েছে 'M', প্রমিত মুখার্জির নাম বোঝাতে ব্যবহার হয়েছে 'P', নির্যাতিতার কাছে বিভ্রান্তি তৈরি করতেই এই ধরনের অক্ষর ব্যবহার, অভিযোগ বিজেপির। সওয়াল জবাবের সময়েও বিভ্রান্তি তৈরির জন্যই এমন অক্ষর, অভিযোগ বিজেপির।



















