Suvendu Adhikari: 'দেউচা পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন', কীসের ফুটেজ প্রকাশ্যে আনলেন শুভেন্দু ?
ABP Ananda LIVE : 'দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের। দেউচা পাচামিতে কোল ব্লকের নামে মিথ্যে প্রতিশ্রুতি। দেউচা পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন। দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য। দেউচায় আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শিল্পের নামে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রীর। আদিবাসীদের বঞ্চিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়া হয়েছে। দেউচা পাচামি একটা বড় দুর্নীতি। জেলাশাসক জমি কেনা-বেচা বন্ধ করে দিয়েছে। দেউচায় জমির বিনিময়ে চাকরি হয়নি, চাকরি পাচ্ছে তৃণমূল কর্মীরা। আদিবাসীদের চাকরি দেওয়া হয়নি। পুলিশের সাহায্য়ে তৃণমূল সব করছে। রামনবমীর পর এটা নিয়ে বড় লড়াইয়ে নামবে বিজেপি। জেলাশাসকের বিরুদ্ধে রামনবমীর পর বড় জমায়েত', মন্তব্য শুভেন্দু অধিকারীর।
West Bengal News : বাদুতে অগ্নিকাণ্ড ঘিরে তুলকালাম, ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে কাউন্সিলরের স্বামী
উত্তর ২৪ পরগনার বাদুতে অগ্নিকাণ্ড ঘিরে তুলকালাম। কেন এলাকায় আসতে দেরি? ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে কাউন্সিলরের স্বামী। বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলরের স্বামী, ইট নিয়ে তেড়ে গেলেন মহিলা। ঘটনাস্থলে মন্ত্রী রথীন ঘোষ গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর।



















