Delhi airport roof collapse : দিল্লি বিমানবন্দরে ছাদের একাংশ ভেঙে বিপত্তি, কী বললেন শমীক?
ABP Ananda Live : 'দুর্ঘটনা দুর্ঘটনাই। প্রধানমন্ত্রী রাজমিস্ত্রির ভূমিকা পালন করেন নি বা তিনি সেখানকার নির্মাতা ছিলেন না। ত্রুটি বা বিচ্যুতি হলে সেটা দুর্ঘটনারূপেই স্বীকার করতে হয়। ইটা মর্মান্তিক, অনভিপ্রেত। যাঁরা এ ধরণের স্থাপত্য নির্মাণ করেন তাঁরা ভবিষ্যতে সতর্ক থাকবেন যাতে আর এ ধরণের দুর্ঘটনা না ঘটে। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা', বললেন শমীক ভট্টাচার্য।
প্রবল বৃষ্টির মধ্যেই দিল্লি বিমানবন্দরে ছাদের একাংশ ভেঙে মৃত্যু। আজ ভোট সাড়ে পাঁচটা নাগাদ বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের ছাদের একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন, দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। ছাদ ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরের একাংশ বন্ধ রাখা হয়েছে। টার্মিনাল ওয়ান দিয়ে প্লেন চলাচল সম্পূর্ণ বন্ধ, বাড়ছে যাত্রী হয়রানি। প্রবল বৃষ্টিতে দিল্লির একাধিক জায়গা জলমগ্ন, রাস্তায় যানজট।