BJP News: কে হবেন বিজেপির রাজ্য সভাপতি? কার নেতৃত্বে নির্বাচনী বৈতরণী পাড় করবে বঙ্গ বিজেপি?
ABP Ananda Live: ছাব্বিশের আগে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি? কার নেতৃত্বে নির্বাচনী বৈতরণী পাড় করবে বঙ্গ বিজেপি? সল্টলেকে বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বৈঠক। ২৫ জন জেলা সভাপতির নাম আগেই ঘোষণা। কেন্দ্রীয় নেতৃত্বকে জানাল রাজ্য বিজেপি নেতৃত্ব। কে হবেন রাজ্য সভাপতি ঠিক করবে কেন্দ্রীয় নেতত্বই: সুকান্ত।
এদিনের বৈঠকে সাংগঠনিক নির্বাচনের সঙ্গে অমিত শাহর বঙ্গ সফর নিয়েও আলোচনা । ২৯ মার্চ এ বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । বৈঠকে শুভেন্দু-দিলীপের অনুপস্থিতি ঘিরে জল্পনা।
কোনও পোস্টে লেখা, অভিষেককে মানুন। ED, CBI-এর ভয়ে গদ্দার , শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন...! কোথাও আবার লেখা হয়েছে,আগামীকে মানতে হল। কেউ লিখেছেন, আগামীকে মানতে হবে অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতূড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে, কার্যত ছাব্বিশের লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা।আর এরপর থেকেই সোশাল মিডিয়াজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। কেউ লিখছেন, আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে আগামী তৈরি!এন্ট্রিটা কেমন হল নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি পোস্ট করে লিখেছেন, পোলা তো নয় আগুনের গোলা। কেউ লিখেছেন, ওদের বলে দিও, ফ্যাম আগেই বলেছিল 'আগামীকে মানতে হবে'জয়তু অধিনায়ক।


















