BJP News : ‘মিটিংয়ে চেয়ার দেওয়া হতো না, আমাকে দলছাড়া করতে চেয়েছিলেন কিছু লোক’,মন্তব্য দিলীপে ঘোষের
ABP Ananda LIVE :দল ছেড়ে কোথাও যাচ্ছেন না বলে একদিন আগেই বার্তা আসে। দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন। তবে দল ছাড়ার কথা না বললেও, বুধবার দিল্লি গিয়ে কার্যত বোমা পাঠালেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তাঁর দাবি, কিছু লোক তাঁকে দলছাড়া করতে চেয়েছিলেন বইকি। কিন্তু তিনি লড়ে গিয়েছেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায় তাঁকে দিঘায় আমন্ত্রণ জানানোয়, কিছু লোকের অস্বস্তি হচ্ছিল বলেও জানালেন দিলীপ (Dilip Ghosh)।বুধবার দিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ। সেখান থেকে বেরিয়ে স্ত্রী রিঙ্কু মজুমদারকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। আর সেখানেই একের পর এক বোমা ফাটান দিলীপ। বিজেপি-র রাজ্য নেতৃত্বের সঙ্গে মান-অভিমান চলছে কিনা জানতে চাওয়া হলে দিলীপ বলেন, "মান-অভিমান চলতে পারে না দলে। এক বছর হল দল কোনও দায়িত্ব দেয়নি। '২৪ পর্যন্ত তো আমি কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলাম! তার পর নির্বাচন হল। আবার বাংলায় নির্বাচন আসছে। দল মনে করলে যা দায়িত্ব দেবে, করব।" (West Bengal BJP)।

















