BJP News: 'হিডকো বলুক ৪২ কোটি টাকার গজা, পেঁড়া বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে?',প্রশ্ন বিজেপির
ABP Ananda LIVE : দিঘার মন্দিরের প্রসাদ বিলির খরচ নিয়ে সরব বিজেপি। প্রসাদ বিলিতে ৪২ কোটি টাকা দিচ্ছে হিডকো, দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়ের। '৩২ কোটি টাকা দেওয়া হয়েছে, আরও ১০ কোটি দেওয়া হবে। রাজ্যের আর্থিক সঙ্কটের মধ্যেও কীভাবে বিপুল টাকা খরচ ? হিডকোকে টাকা খরচের নির্দেশ কে দিয়েছে ? প্রশ্ন তুলেছেন তিনি। বাড়ি বাড়ি প্রসাদ পাঠানো হলে ক্ষতি কী, পাল্টা প্রশ্ন ছুঁড়েছে তৃণমূলও।মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করেছে। আর এর মধ্যেই এবার এর জন্য হিডকোর অর্থ বরাদ্দের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। টোকেন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডের নামে গজা-পেঁড়া দেওয়ার জন্য হিডকো টাকা দিতে পারে কিনা, সেই প্রশ্ন তুলে সরব হলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কলকাতা থেকে জেলা, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো, ইতিমধ্যেই শুরু হয়েছে বাড়ি বাড়ি দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি। ২৭ জুন রথযাত্রা। তার আগে, দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি নিয়ে তৃণমূলে যখন তৎপরতা তুঙ্গে তখন এই প্রসাদ বিলির বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। পাল্টা কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,'আমাদের প্রশ্ন, হিডকো বলুক ৪২ কোটি টাকার গজা, পেঁড়া বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে?


















