BJP News: কালনায় বিজেপির পোস্টার-তরজা, রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যর নামে পোস্টার
ABP Ananda Live: কালনায় বিজেপির পোস্টার-তরজা। শমীক ভট্টাচার্যের নামে কালনায় বিজেপির পোস্টার। রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যর নামে পোস্টার। কালনা শহরের পুরনো বাস স্ট্যান্ড সহ একাধিক জায়গায় পড়েছে পোস্টার। বিষয়টি ওদের অভ্যন্তরীণ বিষয়, এর মধ্যে তৃণমূলের যোগ নেই, প্রতিক্রিয়া কালনার তৃণমূল বিধায়কের। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি শহর সভাপতির। বিজেপি এই কাজ করতে পারে না, এটা তৃণমূলের কাজ, পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপির।
সরকারি স্কুলে সাপের তাণ্ডব, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সাপ, আতঙ্কে স্কুল বন্ধ হওয়ার উপক্রম
সরকারি স্কুলে সাপের তাণ্ডব, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সাপ। আতঙ্কে স্কুল বন্ধ হওয়ার উপক্রম, দাবি প্রধান শিক্ষিকার। ইংরেজবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের স্কুলে চন্দ্রবোড়া থেকে গোখরো! সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা। লাগোয়া সরকারি আবাসনের একাধিক কোয়ার্টারেও সাপের আতঙ্ক।



















