BJP Protest: 'বিধানসভায় বলার সুযোগ পায় না বিরোধীরা', আক্রমণ শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'রাজ্যপালের ভাষণে আমাদের বলার সুযোগ থাকে, কিন্তু এবছর ২০২৪ এ রাজ্যপালের ভাষণ করা হয়নি।বিধানসভায় বলার সুযোগ পায় না বিরোধীরা', আক্রমণ শুভেন্দুর। বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা। বিধানসভার ভিতর ও বাইরে বিক্ষোভ বিজেপির। তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কদের। নারী নির্যাতনের অভিযোগে বিক্ষোভ বিজেপির। প্ল্যাকার্ড হাতে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিধানসভায় বলার সুযোগ পায় না বিরোধীরা: শুভেন্দু।
অপরিবর্তিত রইল পুরনো কাঠামোর আয়কর। 'সময়ে TDS না দিলে অপরাধ নয়'। ক্যাপিটাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বেড়ে ১.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা । আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।দীর্ঘমেয়াদি ক্যাপিটাল গেনে ১৫% থেকে কমে ১২.৫% ছাড় স্বল্প মেয়াদি ক্যাপিটাল গেনে ২০% ছাড় । নতুন আয়কর কাঠামো: স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা। নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী । নতুন কাঠামোয় ৩ লক্ষের কম আয়ে কোনও কর নয়, বলে বার্তা। তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ, বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ । বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ । বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র ।বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা । বাজেটে বিহারে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণা । অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি বরাদ্দ বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর । বাজেটে বাংলার প্রাপ্তি: কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর। বন্যা নিয়ন্ত্রণে অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ । 'বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ কোটি টাকা বরাদ্দ'। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য । কেন্দ্রীয় বাজেটে বিহারের পর্যটনেও বিশেষ নজর ১০০ দিনের কাজে বরাদ্দ বাড়ল ২৬ হাজার কোটি টাকা। ৬০ হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে ৮৬ হাজার কোটি টাকা।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)