BJPNews:কসবাকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ BJPর ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের
ABP Ananda Live: রাজ্য় বিজেপির তরফে এখনও অবধি কসবাকাণ্ডের তদন্তভার পুলিশের হাত থেকে সরানোর দাবি জানানো হয়নি। এবার জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়ে কসবাকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ করল বিজেপির কেন্দ্রীয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল আইন কলেজের পরিচালন সমিতি, যার মাথায় রয়েছেন তৃণমূলের বিধায়ক অশোক দেব। তাঁকেও জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বিজেপি শাসিত রাজ্যে নারী-নির্যাতনের প্রসঙ্গ টেনে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
RG করের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, 'আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার?..'
আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মঙ্গলবার রাজ্য সরকার, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য সরকার কী লুকোতে চাইছে? ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা!এই প্রেক্ষাপটে, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই।



















