Bratya Basu: 'সুপ্রিম কোর্ট যা বলেছেন সেটা মানতেই হবে, আইন মেনেই কাজ করব', বললেন ব্রাত্য বসু
ABP Ananda Live: 'সুপ্রিম কোর্ট যা বলেছেন সেটা মানতেই হবে। আমাদের যিনি আইনজীবী আছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় তিনি যা পরামর্শ দেবেন সেই অনুযায়ী করব। আমরা অবশ্যই আইন মেনেই কাজ করব'। বললেন ব্রাত্য বসু।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কালই 'দাগি শিক্ষকদের' তালিকা দিচ্ছে SSCসুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কালই 'দাগি শিক্ষকদের' তালিকা দিচ্ছে SSC
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই শীর্ষ আদালতে ধাক্কা খায় SSC। ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে, SSC-কে স্পষ্ট নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ৭ দিন নয়, আগামীকালই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগি শিক্ষকদের তালিকা দেবে SSC। সর্বোচ্চ আদালতে জানিয়ে দিলেন SSC-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
'দাগি'রা যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই অংশ নিতে না পারেন, তা নিয়ে এদিন ফের একবার SSC ও রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছে সর্বোচ্চ আদালত। 'যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তাঁরা , নবম-দশম এবং একাদশ দ্বাদশ , দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন। নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতে কমিশন সওয়াল করে, 'কেউ যদি ইতিমধ্যে আবেদনপত্র দাখিল করেন, সেক্ষেত্রেও তিনিও অযোগ্য বলে বিবেচিত হবেন'।


















