Arjun singh: গুলিতে নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি, কী বললেন অর্জুন সিংহ?
ABP Ananda Live: 'জগদ্দলে যেখানে গুলি চলেছে সেখান থেকে ফিতে দিয়ে মাপলে ২০-২৫ মিটার দূরত্বে থানা। থানার পিছনে জুয়ার ঠেক চলে, মদের ঠেক চলে', গুলি কাণ্ডে মন্তব্য অর্জুন সিংহের।
আরও খবর, নৈহাটিতে চলছে ভোট, ভাটপাড়ায় চলল গুলি। গুলিতে নিহত তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক সাউ। জখম ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি। দোকানে ঢুকে গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। এলোপাথাড়ি বোমাও ছোড়ার অভিযোগ স্থানীয়দের।
আজ হাড়োয়ায় উপনির্বাচন, তার আগে উত্তপ্ত শাসন। আইএসএফের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।গতকাল রাতে এক ISF সমর্থকের বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল। দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকায়। ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নিবলে অভিযোগ উঠেছে। ISF-এর অভিযোগ, ভোট শুরুর আগে তাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। এমনকী, বিরোধীদলের কোনও এজেন্টকেই বুথে বসতে দেখা যায়নি। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থীর বুথ এজেন্ট প্রাক্তন প্রধান বাবলু পাড়ুই। মাইক্রো অবজার্ভার স্বীকার করেছেন, বুথে সব দলের এজেন্ট নেই। ৬ জন এজেন্ট কোন দলের তা জানেন না।