Canning Murder: ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতার খুনের ঘটনায় প্রথম গ্রেফতার | ABP Ananda LIVE
ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতার খুনের ঘটনায় প্রথম গ্রেফতার। কুলতলি থেকে ধৃত আফতাবউদ্দিন শেখ ক্যানিংয়েরই বাসিন্দা।এফআইআরে নাম থাকা বশিরউদ্দিন শেখের দাদা আফতাবউদ্দিন। পুলিশের দাবি, ঘটনার দিন তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাজির গতিবিধি সংক্রান্ত খবর খুনিদের কাছে পৌঁছে দিয়েছিল আফতাবউদ্দিন। পুলিশ সূত্রে খবর, ঘটনার তিনদিন আগে ক্যানিংয়ের ধর্মতলার মাঠে বসে খুনের পরিকল্পনা করা হয়। আফতাবউদ্দিনকে বলা হয়, তৃণমূল নেতা স্বপন মাজি কখন বাড়ি থেকে বেরোচ্ছেন, কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে যাচ্ছেন সে সম্পর্কে খোঁজ রাখতে। এর জন্য মোটা টাকা দেওয়ার লোভও দেখানো হয়। অপারেশনের সময় মোটরবাইক নিয়ে ৩ তৃণমূল নেতাকে অনুসরণ করার পাশাপাশি, আততায়ীদের কাছে তথ্য পৌঁছে দিচ্ছিল আফতাব। গুলি চলার পরেই সে এলাকা ছাড়ে। অন্যদিকে, ৩ তৃণমূল নেতাকে খুনের ২ দিন পরেও এখনও অধরা মূল অভিযুক্ত রফিকুল সর্দার-সহ এফআইআরে নাম থাকা ৬ অভিযুক্ত।