এক্সপ্লোর
RG Kar Case : কোন কোন পথ পেরিয়ে আজ রায় ঘোষণা আর জি কর মামলার? পেছন ফিরে দেখা ৫ মাস ৯ দিন
২০২৪ সালের ৯ অগাস্ট। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। প্রথমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ!
তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পাঁচ মাস ন'দিন পর, আজ রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট
1/9

একটা একটা করে পাঁচটা মাস পেরিয়ে গেছে। শনিবার আর জি কর মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট। কিন্তু সব প্রশ্নের উত্তর কি মিলল ? সঞ্জয় রায়ের শাস্তি কি এই অন্যায়ের ক্ষতয় মলম দিতে পারবে ?
2/9

২০২৪ সালের ৯ অগাস্ট। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। কে বা কারা ধর্ষণকারী-খুনি? খুনে কারা সঙ্গ দিয়েছিল? উদ্দেশ্য় কী?প্রশ্নের উত্তর খুঁজতে নেমে প্রথমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ!
Published at : 18 Jan 2025 08:35 AM (IST)
আরও দেখুন






















