RG Kar Case: 'অ্যাকাডেমিক ফান্ডের টাকা সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে', আদালতে দাবি সিবিআইয়ের। ABP Ananda Live
'আর জি কর মেডিক্যালের অ্যাকাডেমিক ফান্ডের টাকা যেত সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে', আর্থিক অনিয়ম মামলায় আলিপুর আদালতে দাবি করল সিবিআই।
'সরকারি দফতরের স্ক্রুটিনি অগ্রাহ্য করে অ্যাকাডেমিক ফান্ডের টাকায় মেটানো হত ঠিকাদারদের বিল', এর আগে অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন আখতার আলি। সন্দীপের বিরুদ্ধে একই অভিযোগে টালা থানার দ্বারস্থ হন আরও একজন। সেই সময় টালা থানা ক্লিনচিট দিয়েছিল সন্দীপ ঘোষকে।
হাসপাতাল থেকে হাসপাতালে, সন্দীপের 'সহচর' দুই ভেন্ডর বিপ্লব সিংহ-সুমন হাজরা! 'সন্দীপ ঘোষের সঙ্গেই হাসপাতাল বদল হত বিপ্লব-সুমন হাজরার', হাসপাতালে আর্থিক দুর্নীতিতে ত্রিফলা যোগের দাবি সিবিআইয়ের। 'মুর্শিদাবাদ মেডিক্যালে থাকাকালীন সন্দীপের সঙ্গে পরিচয় হয় ভেন্ডর বিপ্লব সিংহর, সন্দীপ ন্যাশনাল মেডিক্যালে সুপার পদে বদলি হলে, কাজ পেতে শুরু করেন বিপ্লব, বিপ্লবের সূত্র ধরেই আরেক ভেন্ডর সুমন হাজরার সঙ্গে পরিচয় হয় সন্দীপের। সুমন হাজরা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে বরাত পেতে শুরু করেন। সন্দীপ আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর যাবতীয় টেন্ডার যায় বিপ্লবদের কাছে। আর জি কর মেডিক্যালে দুর্নীতির জাল তৈরিতে প্রত্যক্ষ যোগ ছিল সন্দীপ-বিপ্লব-সুমন হাজরার', আদালতে নথি পেশ করে দাবি সিবিআইয়ের।