Chandrima Bhattacharya: পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য়, কী বললেন চন্দ্রিমা ?
ABP Ananda LIVE: নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের মতো করে এই মন্তব্য করেছেন। তবে দেশের বিষয় এটা। সকলকে একসঙ্গে এককণ্ঠে কথা বলতে হবে। মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের।
আরও খবর....
করোনা আক্রান্ত নিউ আলিপুরের ১০ বছরের এক কিশোরও। করোনার আক্রান্তের তথ্য লুকোচ্ছে রাজ্য সরকার, স্বাস্থ্য দফতর, আক্রমণ শুভেন্দুর। বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে, সেটা আগে দেখুক, পাল্টা কুণাল। করোনা আক্রান্ত নিয়ে সঠিক তথ্য দিক কেন্দ্র ও রাজ্য সরকার, দাবি মহম্মদ সেলিমের।
বঙ্গেও কোভিডের চোখরাঙানি, এবার করোনা আক্রান্ত এক সদ্যোজাত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত আরও ২। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে একজন সদ্য়োজাত ও অন্য়জন কিশোর। করোনা আক্রান্ত গড়িয়ার ২ বছরের শিশুর অবস্থা সঙ্কটজনক, হাসপাতাল সূত্রে খবর। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি শিশুটি।
দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদের প্যাকেট দেখিয়ে আক্রমণ শুভেন্দুর। 'জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানা রকমের রঙ্গ দেখা যাচ্ছে। সরকারি টাকায় দিঘার ভাস্কর্য। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য প্যাকেট তৈরির নির্দেশ। প্যাকেটের দাম ২০ টাকা। মিষ্টি তৈরি হচ্ছে স্থানীয় দোকানে। ডিএম-দের একটি সার্কুলার পাঠানো হয়েছে। প্রসাদ ও স্যুভেনির বিতরন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মিষ্টির দোকানে প্রসাদের মিষ্টি তৈরি হচ্ছে। দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘরে ঘরে এই প্রসাদ দেওয়া হবে। প্রসাদ নাম দিয়ে আস্থায় আঘাত করা হয়েছে। হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। রেশন বিলির মাধ্যমে মিষ্টি বিতরণের নির্দেশ। হিন্দুদের বিভ্রান্ত করার জন্য এই মিথ্যাচারের ছক। ওই মিষ্টি আপনারা নিতে পারেন, কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না,' বললেন শুভেন্দু।


















