Recruitment Scam: শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের নামে ১১৩ পাতার চার্জশিট জমা ইডি-র
Recruitment Scam: বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের নামে চার্জশিট। ১১৩ পাতার চার্জশিট জমা দিল ইডি। চার্জশিটে অয়ন শীলের ২৩ কোটি টাকার সম্পত্তির উল্লেখ, খবর ইডি সূত্রে। অয়ন শীলের ২৩ কোটি টাকার সম্পত্তির উল্লেখ চার্জশিটে, খবর সূত্রের। অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ৯০ লক্ষ নগদ মিলেছে, দাবি ইডি-র। অয়নের নামে ২২ লক্ষ টাকা শেয়ার, ও ৬৪ লক্ষের গাড়ি মিলেছে, খবর ইডি সূত্রে। পার্থ ও শান্তনুর মধ্যে সেতু হিসেবে কাজ করেছে অয়ন, উল্লেখ চার্জশিটে, খবর ইডি সূত্রে। অয়নের বিরুদ্ধে বিভিন্ন এজেন্টের কাছ থেকে ৪৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ চার্জশিটে। অয়নের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃত করার অভিযোগের উল্লেখ ইডি চার্জশিটে






















