RG Kar Medical College: সন্দীপ ঘোষের প্রাক্তন গাড়িচালককে ডেকে পাঠাল CBI। ABP Ananda Live
ABP Ananda Live: সন্দীপ ঘোষের প্রাক্তন গাড়িচালককে ডেকে পাঠাল সিবিআই। আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের ব্যবহৃত গাড়ির চালককে তলব।
প্রায় ১০ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ। শুক্রবার থেকে বুধবার-টানা ৬দিন ম্যারাথন সিবিআই জিজ্ঞাসাবাদ। সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মধ্যেই সন্দীপের বিরুদ্ধে পুলিশের FIR । নির্যাতির পরিচয় প্রকাশের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষকে লালবাজারে তলব।
আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে এবার CBI-এর উপর চাপ বাড়াল তৃণমূল। '১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না'। 'আর জি কর মেডিক্যালের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে CBI?' প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের।
'জাহাজ যখন ডুবছে মনে করলে, সবচেয়ে আগে পালায়, তেমন কিছু ইঁদুর আছে'। আর জি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড়ের মধ্যেই দলে অন্তর্ঘাত দেখছেন মদন । 'এই জনজাগরণকে হালকা করে নিলে চলবে না, গুরুত্ব দিতে হবে'। 'মিছিলে বাম-বিজেপির সঙ্গে তৃণমূলের লোকেরাও আছে, যাচ্ছেন না বুঝেই'। আমি পোস্ট করলে ডিলিট করি না, নাম না করে 'বিদ্রোহীদের' খোঁচা মদনের। মমতাকে চাপে ফেলতে দলের একাংশের বিরুদ্ধেই বিশ্বাসঘাতকতার অভিযোগ। 'রামায়ণে একটা বিভীষণ ছিল, এখানে অনেকগুলো বিভীষণ'। 'একটাকে দেখালে, বাকিগুলো চালাকি করে মুখ লুকিয়ে ফেলবে'। 'তাই এখন নির্দিষ্টকরণ করা হচ্ছে দলের মধ্যে, ফাইল রেডি হচ্ছে'সরকারকে বিপাকে ফেলতেই দলেই অন্তর্ঘাতের বিভীষণের অভিযোগ মদনের