RG Kar Case: দুর্গাপুজোর অনুদানে 'না' হুগলির আরও ১ ক্লাবের। ABP Ananda Live
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। পুজো অনুদান না নেওয়ার কথা জানাল হুগলির আরও একটি ক্লাব। অনুদান নয়, বিচারের দাবি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগে হুগলির আরও চারটি ক্লাব পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছিল। একই সঙ্গে আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে পুরস্কার ও সম্মান ফেরানোর তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
রোদ ঝলমলে শরতের আকাশ জানান দিচ্ছে পুজো আসছে। কিন্তু এবার মায়ের আবাহনেও প্রতিবাদের সুর। একদিকে যখন আর জি কর-কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পী, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিচ্ছেন, তখন রাজ্য সরকারের পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে অনেক ক্লাবও। এবার সেই তালিকায় নাম লেখাল, হুগলির বৈদ্যবাটির মহিলা মিলন চক্র ক্লাব। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ৮৫ হাজার টাকা পুজো-অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলা পরিচালিত ৪১ বছরের ক্লাবটি।