Agnimitra On Mamata:'দুর্নীতিগ্রস্ত সরকার মমতার' ! ২৬-এ 'রণকৌশল' বদলাচ্ছে BJP ? মুখ খুললেন অগ্নিমিত্রা
Agnimitra Paul Attacks CM Mamata Banerjee: ভোটে ভরাডুবির পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জোর আক্রমণ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। ২০২৬ সালে বিধানসভা ভোট। তিনি এদিন বলেন, আর ১৮ মাস বাকি, এবং এক জোট হয়ে আমরা লড়াই করব। যদিও আমাদের এই দুর্নীতিগ্রস্থ তৃণমূল সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের পর অনেক চেষ্টা করেছেন, ভোট পরবর্তী হিংসায়, ভয় দেখিয়ে, মামলা দায়ের করেছেন। ২০২৪ সালেও তিনি একই কাজ তিনি করে চলেছেন। কিন্তু আমরা একজোট হয়ে লড়াই করব। একটা মিনিট আর বাকি নেই সময় নষ্ট করার।'
লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর আজ বিজেপির বৈঠক। দলের অন্দরে ক্ষোভের আবহেই বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক।আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক। পরপর ভোটে হারের ধাক্কার পর বিজেপির মেগা বৈঠক। বৈঠকে রয়েছেন সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষরা। বৈঠকে সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে।ABP Ananda LIVE