RG Kar Incident: আর জি কর আন্দোলনের মুখ ৩ চিকিৎসকের পোস্টিং ঘিরে বিতর্ক
ABP Ananda LIVE: কাউন্সেলিংয়ে পোস্টিং ছিল এক হাসপাতালে! কিন্তু, মেধাতালিকা বেরোতেই, পাল্টে গেল সেই হাসপাতাল! আর এটা হল কাদের সঙ্গে? দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়া! যাঁরা আর জি কর আন্দোলনের অন্য়তম প্রধান মুখ ছিলেন! ফলে এ নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।
আরও খবর....
পূর্ব বর্ধমানের মেমারিতে জোড়া খুন। প্রৌঢ় দম্পতিকে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের পর দেহ বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনার পর নিখোঁজ দম্পতির ছেলে। ছেলে বি টেক পাস, কাজ করতেন দিল্লির একটি কোম্পানিতে। স্থানীয় সূত্রে খবর, মাসতিনেক আগে নিখোঁজ হয়ে যান ছেলে। মাসদুয়েক আগে মুস্তাফিজুর ছেলেকে খুঁজে আনেন। তারপর থেকে মা-বাবার সঙ্গেই মেমারির বাড়িতে থাকতেন ছেলে। আজ সকালে বাড়ির সামনে রাস্তার ওপর দম্পতির রক্তাক্ত দেহ পড়েছিল।

















