(Source: ECI/ABP News/ABP Majha)
Cyclone Digha: দানার দাপটে উপকূলের বিপদের মেঘ, পর্যটক শূন্য হতে চলেছে দিঘা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা, পর্যটকশূন্য হতে চলেছে দিঘা । কাল বেলা ১২টার মধ্যে দিঘার সব হোটেল খালির নির্দেশ । ২৫ অক্টোবর পর্যন্ত সমস্ত হোটেল বুকিং বাতিলের নির্দেশ
আরও খবর..
মালদার ইংরেজবাজারে ফের বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত ৬ বছরের বালক। ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যালে। কে বা কারা বোমা রেখে গিয়েছিল, তদন্তে পুলিশ।
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।
৬ কেন্দ্রে উপনির্বাচনে মোতায়েন করা হবে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সিতাই: মোতায়েন করা হবে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মাদারিহাট: মোতায়েন করা হবে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নৈহাটি: মোতায়েন করা হবে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হাড়োয়া: মোতায়েন করা হবে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মেদিনীপুর: মোতায়েন করা হবে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তালডাংরা: মোতায়েন করা হবে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও মোতায়েন করা হবে একই সংখ্যর কুইক রেসপন্স টিম। থাকবে পর্যাপ্ত রাজ্য পুলিশও, খবর নির্বাচন কমিশন সূত্রের।