Cyclone Remal: রেমাল-দুর্যোগে কলকাতায় জলমগ্ন সরকারি হাসপাতাল, ভোগান্তি রোগী ও তাঁদের আত্মীয়দের
রেমাল-দুর্যোগে কলকাতায় জলমগ্ন সরকারি হাসপাতাল। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রো বায়োলজি ও প্যাথলজি বিভাগের সামনে জল জমে যায়। ভোগান্তি বাড়ে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনের। জল ঠেলেই দিনভর যাতায়াত করতে হয়। হাসপাতালের মেডিসিন স্টোরেও জল ঢুকে যায়। পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা হয়।
সোমবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রো বায়োলজি, প্যাথলজি বিভাগের সামনে জল জমে যায়। সেই জল ঠেলেই যাতায়াত করতে হয় রোগী ও তাঁদের আত্মীয়রা। জলের তলায় কলকাতা মেডিক্য়াল কলেজের মেডিসিন স্টোরও। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দামি চিকিৎসা সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা। হাসপাতাল চত্বরে ম্যানহোলের ঢাকনা খুলে, পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা হয়। যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্যা সহজে মেটার নয়।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
