Shoot Out Incident: শ্যুটআউটকাণ্ড নিয়ে আর কী বললেন গুলিবিদ্ধ INTTUC নেতার মা? ABP Ananda Live
ABP Ananda Live: 'মেয়েকে নিয়ে কোনও ঝামেলা আছে। মেয়েটার বাড়িও আমি জানি না ঠিক'। শ্যুটআউটকাণ্ড নিয়ে আর কী বললেন গুলিবিদ্ধ INTTUC নতার মা? প্রায় ২২ ঘণ্টা পার, বেলঘরিয়ায় শ্যুটআউটে এখনও গ্রেফতারি শূন্য। গুলিবিদ্ধ হয়েছেন INTTUC নেতা, মাঝে পড়ে আক্রান্ত হন বেলঘরিয়ার বাসিন্দা। আর জি কর মেডিক্যালে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। সূত্র মারফৎ খবর, 'এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিকাশ-ইন্দোল বিবাদ', বেলঘরিয়ায় শ্যুটআউটের নেপথ্যে ত্রিকোণ প্রেমের তত্ত্ব পুলিশের। চা খেতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে কখনও দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে শ্যুটআউটকাণ্ডে জখম সন্তু দাস। শনিবারের ঘটনায় এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না তার পরিবার। প্রশ্ন উঠছে, সামান্য চায়ের দোকানে গিয়ে যদি গুলিবিদ্ধ হতে হয়, তাহলে আর সাধারণ মানুষ যাবে কোথায়? গুলিবিদ্ধ যুবক সন্তু দাস বলেন, 'চা টা খাওয়া হয়ে গিয়েছে, একটা ফায়ারের আওয়াজ পেয়েছি, তখন দৌড়-ঝাঁপ শুরু করে দিয়েছি।


















