Cyclone Remal: '১০০ দিনের টাকা বকেয়া থাকায় বাঁধ মেরামতি করা যাচ্ছে না', অভিযোগ তৃণমূলের
১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকায়, বাঁধ মেরামতি করা যাচ্ছে না। ঘূর্ণিঝড় দুর্যোগের মধ্য়েই এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
গ্রাম আর নদীর মাঝে ব্য়বধান বলতে এই মাটির বাঁধটুকু। কিন্তু, প্রবল দুর্যোগে কোথাও সেই বাঁধ প্রায় ধসেই গেছে। কোথাও আবার বাঁধে দেখা দিয়েছে একাধিক ফাটল। সেখান দিয়ে হু হু করে গ্রামে ঢুকছে উত্তাল নদীর জল!
উত্তর ২৪ পরগনার, হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েত। এর গা ঘেঁষে বয়ে চলেছে ডাসা ও গৌরেশ্বর দুই নদী। বেশি বৃষ্টি হলেই বাঁধ ছাপিয়ে জল ঢোকে গ্রামে। প্লাবিত হয় রূপমারি বাজার সহ বিস্তীর্ণ এলাকা। বারবার এমনটা হয়! কিন্তু ছবিটা বদলায় না।


















