Morning Headlines: ডোমকলে মার খেয়েও প্রতিরোধ, তাও জমি ছাড়লেন না সিপিএম প্রার্থী | ABP Ananda LIVE
Morning Headlines: ডোমকলে মার খেয়েও প্রতিরোধ। প্রথমে হামলা। তাও জমি ছাড়লেন না সিপিএম প্রার্থী। বামেদের প্রতিরোধের মুখে পিছু হঠল তৃণমূল।
ভাঙড়ে মনোনয়নের সময় বিডিও অফিসেই আক্রান্ত সরকারি কর্মী! ডোমকলে আক্রান্ত প্রৌঢ় সিপিএম প্রার্থী। বারাবনিতে বিজেপিকে মার। হামলা লাভপুরেও।
মনোনয়নের দ্বিতীয় দিনেও সন্ত্রাস। কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। বিক্ষোভ কংগ্রেসের। বাহিনী নিয়েও তো ভোটে ভরাডুবি, খোঁচা তৃণমূলের।
অশান্তিতে জড়াবেন না, মনোনয়ন দিতে না পারলে জানান। পঞ্চায়েতে সন্ত্রাস নিয়ে ফের বার্তা অভিষেকের। দলে নিয়ন্ত্রণই নেই, কে শুনবে, কটাক্ষ বিরোধীদের।
মনোনয়ন থেকেই শুরু সন্ত্রাস, সুকান্তর নিশানায় তৃণমূল।
ভোট যেন হয় অবাধ, শান্তিপূর্ণ। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পরেই কড়া বার্তা রাজ্যপালের।
মুর্শিদাবাদ থেকে পূর্ব বর্ধমান। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরেও আইনশৃঙ্খলা তদারকিতে সিভিক! জল দিচ্ছিল, বাঁচতে হাতে লাঠি, আজব সাফাই তৃণমূলের।
সাগরদিঘির পাল্টা এবার কুণালের বায়রন মডেল!
রাস্তা খোলা রেখেও মুর্শিদাবাদ জেলা পরিষদে একতরফা প্রার্থী ঘোষণা সিপিএমের। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের সঙ্গে জোট।
ভোট ঘোষণার পরে সর্বদলীয় বৈঠক! রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরেই ১৩জুন বৈঠকের ডাক কমিশনের। মনোনয়ন প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার সিদ্ধান্ত।
নিয়োগ দুর্নীতিতে অভিষেককে ইডির তলব। মুখ খুললেন কালীঘাটের কাকু।
বালেশ্বরকাণ্ডের রেশ কাটার আগেই খড়গপুর স্টেশনে বেলাইন মেদিনীপুর-হাওড়া লোকাল। লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি কামরা।