Dhanteras 2025: ধনতেরস উপলক্ষ্যে, Senco Gold and Diamonds-এ ভিড় জমিয়েছেন ক্রেতারা
ABP Ananda LIVE : কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস উৎসব। এই দিনে সোনা-রুপো কিনলেই লক্ষ্মীলাভ নিশ্চিত। তাই কালীপুজোর আগে এই বিশেষ দিনে গয়নার দোকানে ভিড় থাকে চোখে পড়ার মতো। এখন সোনা-রুপোর দাম আকাশ ছুঁয়েছে। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ১ লক্ষ ২২ হাজার ৯০ টাকা।আর এক কেজি রুপোর দাম প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা। তাবে তাতে অবশ্য় উৎসাহে ভাঁটা পড়েনি। ধনতেরসে ধাতু কিনতে Senco Gold and Diamonds-এ ক্রেতাদের ভিড় অন্য়দের মতোই। ধন অর্থে সম্পদ। ধনতেরস হল ত্রয়োদশী তিথি। দীপাবলীর সময় লক্ষ্মীপুজোর দিন দুই আগে ধনতেরাস হয়। বলা হয়, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাঁদের ইচ্ছাপূরণ করেন।
আরও খবর...
তমলুকে মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু। কাজ থেকে বাড়িতে ফিরেই মৃত্যু। হাতের চ্যানেল ঘিরে রহস্য। বেরনোর সময় কিছুই ছিল না, দাবি মৃত চিকিৎসকের মায়ের। অসুস্থ ছিলেন চিকিৎসক। তাই হাতে চ্যানেল করে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল, দাবি পুলিশের। হাতের চ্যানেলে লুকিয়ে রহস্য?



















