Choochbehar News: দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতির ঘনিষ্ঠ যুবককে আক্রমণের অভিযোগ
ABP Ananda LIVE: কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতির ঘনিষ্ঠ যুবককে কোপানোর অভিযোগ । আক্রমণের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে । অভিযোগ, বাপি বর্মন নামে ওই দুষ্কৃতী বাইকে চড়ে এসে দা নিয়ে আক্রমণ করে । গালে আঘাত পান শাসক-নেতা ঘনিষ্ঠ যুবক । এরপর স্থানীয়রাই অভিযুক্তকে ধরে ফেলেন । সাহেবগঞ্জ থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে । তৃণমূলের অভিযোগ, পুজোর সময় স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে ঝামেলার জেরে আক্রমণ । হামলা নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি
আরও খবর..
নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২। এই নিয়ে হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৪। নাগরাকাটা থেকে এর আগে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
যদিও FIR-এ নাম ছিল না ধৃত একরামুল হক ও গোবিন্দ শর্মার। পরের বার যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরও নাম নেই FIR-এ! FIR-এ নাম থাকা ৮ জন এখনও অধরা।


















